Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ব্লগ কিভাবে তৈরি করে | ব্লগ থেকে আয় | বেসিক লেভেল টু এডভান্স

ব্লগ কিভাবে তৈরি করে, ব্লগ থেকে আয়


হ্যালো ফ্রেন্ড আশা করি ভালো আছো তো আজকের আর্টিকেলটি ব্লগ মেকিং নিয়ে লিখতে  যাচ্ছি এই আর্টিকেলের মূলত কয়েকটি পার্ট থাকবে এবং প্রত্যেকটি পার্ট থেকে আস্তে আস্তে করে বেসিক লেভেল থেকে এডভান্স লেভেল পর্যন্ত আমরা ব্লগ কিভাবে তৈরি করতে হয় কিভাবে সাজাতে হয় অ্যান্ড গুগল সার্চ কনসলে কিভাবে ব্লগ সাবমিট করতে হয় এবং ব্লগের অন পেজ এসইও অফ পেজ এসইও সবকিছু নিয়ে আলোচনা করা হবে এমন কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড কম্পিটিশন মূলত ওয়েবসাইট সম্পর্কে যতগুলো আছে সবগুলো নিয়ে আমি লিখার চেষ্টা করব।
কিভাবে ব্লগ তৈরী করতে হয়


ব্লগ কিভাবে শুরু করব?

তো ব্লগ খোলার আগে কিছু বিষয় তোমাকে জানতে হবে যেমন ব্লগের নিশ টা কি হবে।

নিস তো আমি যে কোন একটা বিষয় নিয়ে লিখি বা কোন একটা বিষয় নিয়ে স্টাডি করতে চাই সেটাকে একটা নির্দিষ্ট সাবজেক্ট বলা হয় নিশ ঠিক এরকমই একটা জিনিস ধরনের ওয়েবসাইট তৈরি করার একটা সাবজেক্ট আমার কোন বিষয় নিয়ে ওয়েবসাইট হবে সেটাই হলো আমার নিশ
এই লিংকে গিয়ে দেখতে পারো কত ধরনের নিস আছে. এবং নিস সম্পর্কে পর একটু ডিটেইলস লেখা আছে.

Star A New Blog


তো, আমি আশা করব ইতিমধ্যে তুমি একটি ব্লগ খুলে ফেলেছ এবং এই ব্লগ খোলার পরে কিছু সেটিংস আছে সেটিংস গুলো এখানে কাভার করার চেষ্টা করব, কিছুটা সাজানোর চেষ্টা করব।
তো ব্লগের সেটিং এ যাওয়ার পর সর্ব প্রথমে যে জিনিসটা আমরা দেখবো  সেটা হচ্ছে টাইটেল টাইটেল কি টাইটেল হলো আমরা যখন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করব তখন ব্রাউজারের ঠিক উপরে কিছু একটা লেখা দেখব এই লেখাটা হলো টাইটেল টাইটেল এর জায়গায় কি লিখবো টাইটেলের জায়গায় যে জিনিসটা লিখব সেটা হচ্ছে একটি স্লোগান। প্রত্যেকটা মানুষের একটা ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডের একটি স্লোগান আছে এই স্লোগানে লেখার কথাই এখানে লিখতে বলতেছে। আমি আমার ভাষায় এটাকে স্লোগান বললাম।
 তো টাইটেল দেওয়া শেষ এখন টাইটেলের নিচে যে জিনিসটা আছে সেটা হল ডিসক্রিপশন ডিসক্রিপশন 

ডিসক্রিপশন এর বাংলা হল বর্ণনা সম্পর্কে 500 শব্দের মধ্যে একটি বর্ণনা লিখবে। ডিসক্রিপশন ব্লগিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্লগের যে প্রধান বিষয় আছে সেগুলো এখানে লেখার চেষ্টা করবেন।

ফেবিকন

আগেই বলে নেই ফেভিকন  এর উপরে Google Analytics Property ID দেখতে পাচ্ছ এটি আমরা এখন কোন কিছু করব না যখন গুগল সার্চ কনসলে চলে যাব তখন এই আইডিটি এখানে সাবমিট করব এখন ফেভিকন কি এবং কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি।

ফেভিকন হলো একটি ছোট্ট ছবির মত যেটি ওয়েবসাইটের টিক্কা ব্রাউজার এর উপরে শো করে। যখন আমরা গুগল সার্চ করি তখন ওয়েবসাইটের লিংক যে আছে লিংকের পাশে ছোট একটি ছবি দেখায় এই ছবিটাই হলো ফেভিকন।
তো এটা কিভাবে তৈরি করতে হয়।
প্রথমে তুমি তোমার ব্লগের একটি লোগো তৈরি করবে এখন এই  ওয়েবসাইটটিতে   চলে যাবে এখানে গিয়ে তোমার যে ছবিটি আছে অর্থাৎ যে লোগোটি আছে সেটি এখানে আপলোড করবে এবং তারাই তোমাকে ফেভিকন তৈরি করে দেবে। এই ওয়েবসাইটের ডুকার পর যখন লোগো আপলোড করবে তখন উপরের যে অপশনটি আছে এটি থাকবে এটি সিলেক্ট করে দেবে তারপর আপলোড করবে এবং আপলোডের পর একটি ডাউনলোড অপশন দেখাবে ওখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এটা জিপ ফাইল থাকবে জিপ ফাইলকে আনজিপ করে ওইটা আপলোড করে দিবে.

Post
এবার নিচে চলে আসুন। নিচে Post অপশন থেকে Max posts shown on main page এখানে ৭ দেখাবে।  এটাকে ২০ করে দিবেন। এর মানে হলো। সাইটের মেইন পেইজে ২০ টি পোষ্ট শো করবে।

Comments

কমেন্ট লোকেশন টা যেভাবে আছে সেভাবেই থাকবে এটা কোন পরিবর্তনের দরকার নাই শুধু Who can comment? এটাকে পরিবর্তন করে এনিওয়ান করে দিবেন কারণ এনিওয়ান করে দিলে যে কেউ আপনার ব্লগে কমেন্ট করতে পারবে। Comment moderation এই অপশনটা অলওয়েজ করে দিবেন কারণ অলওয়েজ করে দিলে একটা সুবিধা হবে যে আপনার ব্লগে কেউ যদি কমেন্ট করে ওই কমেন্ট কে আপনি ডিলিট করতে পারবেন বা রাখতেও পারবেন বা স্প্যাম হিসেবেও রিপোর্ট করতে পারবেন।

Formatting

কমেন্ট থেকে সরাসরি ফরমেটিং এ চলে যান এবং এখানে আপনাকে টাইম ফরমেট টা সিলেক্ট করতে হবে অর্থাৎ বাংলাদেশের যে জি এম টাইম (GMT+06:00) Bangladesh Standard Time – Dhaka এই টা সিলেক্ট করে দিবেন এবং সিটি এখানে ঢাকা সিলেক্ট করে দিবেন। তারপর ওয়েবসাইট হেডারের যে ফরমেটের টাইম শো করাতে চান সেটি সিলেক্ট করবেন এবং কমেন্টের কোন ফরমেট এর টাইমিং শো করাতে চান সেটা সিলেক্ট করে দিবেন।

Meta tags

এনাবল সার্চ ডিসক্রিপশন অফ থাকবে এটা অন করে দিবেন।

মেটা ট্যাগ  হলো আপনার ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত বর্ণনা এই বর্ণনাটি আপনার ওয়েবসাইট যখন গুগলের সার্চ করা হবে তখন একটি ওয়েবসাইট এর যে লিংকটা আছে অর্থাৎ যে ডোমেইন আছে সেটির নিচে এই 150 টি শব্দের যে ডিসক্রিপশন লিখবেন ওই জায়গায় এটা শো করবে।

Crawlers and indexing

প্রথমে Enable custom robots.txt অপশনটি অন করে দেবেন এখন আসি যে কাস্টম robots.txt এটি কি? তো এই অপশনটি নিয়ে মোটামুটি হাজার হাজার আর্টিকেলস এর ভিডিও আছে তো প্রথমে যখন একটা ব্লগ স্টার্ট করা হয় তখন যদি এটাকে ভালোভাবে অপটিমাইজ করা হয় তাহলে পরবর্তীতে অনেক সমস্যা থেকে সমাধান মিলবে.

 তো এখন এই কাস্টম robot.txt এটি কি? তো আপনি যখন গুগলের আপনার সাইটকে সাবমিট করবেন তখন আপনার ওয়েবসাইটের ডাটা গুগলের কাছে থাকবে। ধরুন, আমি একটি কিওয়ার্ড লিখে সার্চ দিলাম এবং আপনার ব্লগে ওই কিওয়ার্ড টি আছে যখন গুগলে কোন কিছু সার্চ করা হয় তখন গুগল bot এর মাধ্যমে  robotos.txt এর সাথে কানেকক্টেট হয়। এবং সাইট ক্রলিং করে। এবং সার্চে আপনার সাইট সো করে। তবে, সার্চ কনসোল এ সাইট সাবমিট থাকলে robots.txt যে খুব একটা গুরুত্বপূর্ণ তা না। তরে সাইট রেঙ্ক করাতে হলে অবশ্যই এটা দরকার।

এখন কাস্টম রোবট এর জায়গায় যে কোড গুলো দিতে হবে এই কোড গুলো অনেক সাইট থেকে জেনারেট করা যায় তো অনেক সাইটে আবার কোড নিলে সার্চে  অনেক সমস্যা আসে এজন্য আমি নিচে কিছু কোড দিছি ওই করতে যাস পেস্ট করে দিলেই হব

User-agent: *
Disallow: 
Disallow: /cgi-bin/
Sitemap: https://tricksbossbd.blogspot.com/sitemap.xml

এখানে আমার সাইট এর লিঙ্ক টা কেটে জাস্ট তোমার সাইটের লিংক দিলেই হবে

Enable custom robots header tags

এই অপশনটা হলো একটা সাইটে সার্চ ইঞ্জিনে রেঙ্ক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি এখানে কোন সমস্যা হয় তাহলে সাইটের অনেক ইরর আসবে অনেক সমস্যা হবে পরবর্তীতে প্রথমে এখানে যান গুলো আসছে এই অপশন গুলো আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়

Home page tags : All✅ and noodp✅

Archive and search page tags : noindex✅ and noodp✅

Post and page tags: all✅ and noodp✅

এনেবেল কাস্টমস হেডার ট্যেক্স এর নিচে যে তিনটি অপশন আছে এই অপশন গুলো তে ক্লিক করলে যে অপশন গুলো আসবে সেখান থেকে উপরে দেওয়া  এই অপশন গুলো জাস্ট এনাবল করে নিলেই হবে

Blog Stats 

ব্লগ সেটিং এর যে খুব একটা বাকি সেটা না জাস্ট এখানে একটা জিনিস দেখানোর বাকি রয়েছে সেটি হচ্ছে ব্লগের স্টেট
একটি পোস্টে কতগুলো ভিউ হয়েছে পোস্ট থেকে থেকেই দেখা যায় কিন্তু  ধরো আজকে 24 ঘন্টায় একটা ব্লগে কতটুকু ভিউ হল বা গতকালকে কতটুকু ভিউ হল কিংবা এই মাসে কত ভিউ হলে অথবা ধরো আমার ব্লগে যে ভিজিটর আসে সেই ভিজিটর গুলো কোন দেশ থেকে কোন অঞ্চল থেকে আসে এগুলো দেখার জন্য মূলত দুটি উপায়ে আছে এটি হলো সাধারণ একটি উপায় আর দ্বিতীয়টি হল এডভান্স সিস্টেম
তো যেহেতু আমরা এখানে সাধারণ বিষয় গুলো নিয়ে আলোচনা করছি এবং আস্তে আস্তে অ্যাডভান্স বিষয়গুলো দেখানো হবে তো আজ সাধারণ বিষয়টি দেখিয়ে দিচ্ছে।

প্রথমে ব্লগ দিয়ে লগইন করার পর উপরের দিকে যে তিনটে ডট আসে এগুলোতে ক্লিক করলে যে stats লেখা আসে এবং এখানে ক্লিক করার পর  অনেক বড় একটি পেজ আসবে এবং এখানে বেশ কয়েকটি বিষয় দেখাবে যে এখানে পোস্ট কতটি আছে, ফলোয়ার কতটি আছে, কমেন্ট কতটি আছে, তো এগুলো দেখার পর একটু নিচে গেলে একটি লেখা চোখে পড়বে সেটা হলো MORE ABOUT THIS BLOG এখানে ক্লিক করলে পরের পেজে নিয়ে যাবে।  এই পেইজে যে বিষয় টি দেখতে পারবে সেটি নিচের স্কিনসটে দেখানো হলো
How to make a blog


সো এই হলো মোটামুটি একটি টিউটোরিয়াল কিভাবে সেটিং করতে হয় এবং কাস্টম রোবট টেক্সট সাবমিট করতে হয় , টেগ কিভাবে সেট করতে হয় এবং এই সব খুঁটিনাটি বিষয় নিয়ে এখানে আলোচনা করে পরবর্তীতে আলোচনা করা হবে কিভাব সার্চ ইন্জিনে সাবমিট করতে হয় তারপর গুগল ওয়েবমাস্টার বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে।

Post a Comment

0 Comments