তুমি ভেঙ্গে পড়ো না এই ভাবে কেউ থাকে না চিরদিন সাথে Song lyrics - Tricks Boss BD - Know Best knowledge from here

Monday, June 28, 2021

তুমি ভেঙ্গে পড়ো না এই ভাবে কেউ থাকে না চিরদিন সাথে Song lyrics

তুমি ভেঙ্গে পড়ো না এভাবে Song lyrics

যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে

আর ফুল গুলো শোভাস ছড়ায় রাতে

তোমার ঘরের পুতুল গুলো তখন 

চুপ অভিমানে ঘরে ফিরে যায়

ভাঙ্গা মনে তাই তো রাত আমায় বলে

তুমি ভেঙে পড়ো না এই ভাবে

কেউ থাকে না চিরদিন সাথে

যদি কাঁদে এভাবে, তার ঘুম ভেঙে যাবে

ভেঙ্গে পড়ো না এই রাতে


ও চাঁদ, বলো না সে লুকিয়ে আছে কোথায় 

সে কি খুব কাছের তারাটা তোমার

সে কি করেছে অভিমান আবার

হঠাৎ সে চলে গেছে শূন্যতায়

যেন এই ঘরে,

তাই তো রাত আমায় বলে 

তুমি ভেঙে পড়ো না এই ভাবে

কেউ থাকে না চিরদিন সাথে

যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙে যাবে

ভেঙে পড়ো না এই রাতে

তুমি ভেঙে পড়ো না এভাবে

কেউ থাকে না চিরদিন সাথে

যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে

ভেঙে পড়ো না এই রাতে



About
Artist: Pritom Hasan
Released: 2020

No comments:

Post a Comment