Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

You need to fix some issues before your site is ready for AdSense। এই মেসেজ আসলে কিভাবে টিক করবো বা এর সমাধান কি

You need to fix some issues before your site is ready for AdSense এর মানে কি?


The team has reviewed it but unfortunately your site isn’t ready to show ads at this time.


হেই, আমি আশা করছি আপনার মেইলে উপরের যে মেইলটি দেখতে পাচ্ছেন সেটা চলে এসেছে।
এডসেন্স এর জন্য আমরা এপ্লাই করি তখন অনেক ধরনের প্রবলেমের কথা বলা হয়।

ঐ সব প্রবলেম নিয়ে পরবর্তীতে পোষ্ট করা হবে। 
তবে আজকে শুধু মাত্র এই স্পেসিফিক বিষয় নিয়ে পোস্ট লিখবো।
You need to fix some issues before your site is ready for AdSense এর মানে কি?


You need to fix some issues before your site is ready for AdSense এর মানে কি?

আপনি যখন গুগল এডসেন্সের জন্য আবেদন করেন তখন গুগল আপনার সাইটটি রিভিউ করে। কিন্তু তারা রিভিউ করে কিছু বিষয় যখন তাদের পলিসির মধ্যে পড়ে। 
আপনি যখন এডসেন্সের জন্য আবেদন করেন তখন অবশ্যই আপনার সাইট এডসেন্সের সাথে কানেক্টেড থাকা লাগবে।
গুগল বুঝতে হবে যে,  আপনার সাইট আসলেই এই এডসেন্সের যোগ্য।
যখন এডসেন্স বুঝতে পারে যে আপনার সাইট এডসেন্স এর সাথে কানেক্টেড না তখন তারা এই মেসেজ টি সো করিয়ে দেয়।

ইউ নিট টু ফিক্সড সাম ইসুস বিফর ইউর সাইটইজ রেডি ফর এডসেন্স প্রবলেম সলভ করবো কিভাবে

তো, যখনই আপনার মেইলে আসা মেইলটি অপেন করবেন,  এবং মেইলের একদম নিচে এরকম একটি লিখা দেখবেন Go to sites  তো চলে যাবেন


যখন এই লিংকে আসবেন তখন আপনার এডসেন্স এর হয়তো হোম পেইজে নিয়ে যাবে,  নয়তো Sites পেইজে।

তো সাইটে পেইজে নিয়ে যাবার পর, (যদি নিয়ে না যায় তাহলে সাইট মেনু থেকে sites অপশনে চলে যাবেন)
সাইট মেনু নিচের মতো দেখবেন।

You need to fix some issues before your site is ready for AdSense এর মানে কি?
তো এখানে লক্ষ্য করেন Add Site নামে একটা অপশন আছে। আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে৷ 
এবং পরের পেইজে আপনার সাইট লিংক দিয়ে Save & Continue করে দিবেন।
এখন হলো মূল কাজ করার পালা
এই কাজ শেষ হলো চলে যাবেন Ads পেইজে। 
এখানে উপরে দেওয়া আছে Get Code এখানে ক্লিক করলে পরের একটি পেইজে নিয়ে যাবে।  ঐ খান থেকে কোড কপি করে নিয়ে Theme অপশনে যেয়ে Edit HTML এ ক্লিক করে <head> এর নিচে past করে দিবেন।

আবার Ads পেইজে চলে আসবেন এবং Auto ads অন করে দিবেন।  কলম অইকনে ক্লিক করলে অটো এডসের অপশন চলে আসবে।
এই সব কিছু করার পরে আবার এডসেন্সের জন্য আবেদন করবেন।

তো, এই হলো,  এডসেন্সের এই সমস্যার সমাধান।
আশা করি উপকার হবে। 
যদি 

Post a Comment

0 Comments