ট্রাস্টেড গুগল গিফট কার্ড কেনার ওয়েবসাইট
আজ কথা বলব গুগল গিফট কার্ড বাংলাদেশ থেকে খুব সহজেই কেনা যায় বিভিন্ন ওয়েবসাইট থেকে যেমন gift cards zone bd একটি ওয়েবসাইট রয়েছে। এটি একটি দারুন ওয়েবসাইট। এক মিনিটের মধ্যেই তারা পেমেন্ট করে দেয়
এবং আরো একটি ওয়েবসাইট রয়েছে Game On Bd ওয়েবসাইট এটিও পেমেন্ট করে তবে সার্ভিস কিছুটা স্লো
বাংলাদেশে অনেকগুলো ওয়েবসাইট আছে আমার জানা আছে। কিন্তু বেশিরভাগ ওয়েবসাইটে স্ক্যাম এবং প্রচন্ড গেদারিং আছে ওইখানে আপনি হয়তো কিনতে যাবেন দেখা যাবে পেমেন্ট করার পর পিন দিতেছেনা কিংবা আপনি পেমেন্ট করেছেন কিন্তু ওরা বলছে যে পেমেন্ট করেন নাই ইত্যাদি ইত্যাদি সমস্যা আছে।
এখন বেশীরভাগ মানুষই এখন ইন্ডিয়ান গিফট কার্ড কিনতে পারতাছেন না তার মূল কারণ হলো সরকার এই গুলাতেও ট্যাক্স বসিয়ে দিয়েছে 45 শতাংশ।
আমরা দেখছিছি যে, বর্তমানে ডিজিটাল গুডস এর উপর সরকার ট্যাক্স বসিয়েছে যদিও এটা আমার মতে খুব একটা ভালো পদক্ষেপ না।
এটা নিয়ে আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কথা বলতেছেন যে ডিজিটাল গুডস এর উপর ট্যাক্স না বসানো হয়।
তো আজ যে দুটি ওয়েবসাই নিয়ে কথা বলবো এই ওয়েবসাইটগুলোতে মূলত ইন্ডিয়ান আরএস(Indian Rs) Us Dollar এগুলো কিনতে পারবেন আর আপনি চাইলে এগুলো যে কোন Game In purchase করতে পারবেন যেমন ধরেন ফ্রী ফায়ার এ ডায়মন্ড টপ আপ করতে পারবেন Weekly or monthly মেম্বারশিপ নিতে পারবেন এবং PUBG Royal Pass নিতে পারবেন এবং আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে আমাজন গিফট কার্ড তারপর বিভিন্ন ধরনের গেমস বিভিন্ন ধরনের সফটওয়ার কিনতে পারবেন এই দুটি ওয়েবসাইট থেকে
Gift cards Zone bd |
Step 1. তো গিফট কার্ড zone-bd হোমপেজে যাওয়ার পর আপনাকে ফার্স্টে সাইন ইন সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য প্রথমে আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে।Step 2. তারপর আপনাকে ফেসবুক অথবা জিমেইল এই দুইটা দিয়ে এই দুইটা থেকে যেকোনো একটা দিয়ে সাইন আপ করতে হবে।
Step 3. সাইন আপ করার পরে আপনাকে নাম্বার ভেরিফিকেশন করতে হবে কারণ নাম্বার ভেরিফিকেশন ছাড়া এইখান থেকে এই ওয়েবসাইটের কোনো গিফট কার্ড কেনা যায় না তো নাম্বার ভেরিফিকেশন শেষ হলে।
Step 4. আপনাকে আপনার এড্রেস টা এড করে নিবেন এড্রেস বক্স থেকে।
Step 5. এবার আপনাকে হোমপেইজে হোমপেইজে আসতে হবে এবং হোমপেইজের বামদিকে ক্যাটাগরি আছে যদি PC থেকে কিনতে যান তাহলে বামদিকে আর যদি মোবাইল থেকে ব্রাউজ করেন তাহলে নিচে ক্যাটাগরে দেখতে পাবেন
Step 5. ক্যাটাগরিতে আপনি জাস্ট ক্লিক করবেন গুগল প্লে আসবে ঐ এইখান থেকে u.s. নিবেন নাকি ইন্ডিয়ান নিবেন নাকি অন্য কোন কান্ট্রির গিফট কার্ড বাই করবেন সেটা সেটাটা সিলেক্ট করবেন।
Step 6. আমরা বেশিরভাগ বাংলাদেশীরাই ইন্ডিয়ান গিফট কার্ড কিনে থাকি। ইন্ডিয়ান গিফট বা আর এস কিনবো
Step 7. আর এস এ ক্লিক করার পর আপনাকে আর এস ইন্ডিয়ান গিফট কার্ড এর একটা পেজে নিয়ে যাবে। আপনি এখান থেকে যত টাকা দিয়ে যত Rs কিনবেন সেটা চেক করে নিবেন। তো এখানে আমি ক্লিক করলাম 16 টাকায়।
Step 8. এখন এইটা আপনাকে Cart এ ক্লিক করতে হবে Cart এ ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আরেকটি পেয়েছে এখান থেকে আপনি দেখতে পাবেন কত টাকা হয়েছে এবং এখন আপনাকে যেতে হবে পেমেন্ট করার অপশন পেমেন্ট করার অপশনে যেতে হলে আপনাকে প্রসিড টু অর্ডার এ ক্লিক করতে হবে
Step 9. এবং ঐ পেইজ থেকে আপনাকে যেকোনো একটি পেমেন্ট
মেথড সিলেক্ট করতে হবে আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম এবং এখন আমার নাম্বার দেব। নাম্বার দিয়ে কর্নফাম এ ক্লিক করব। কনফার্ম ক্লিক করলাম এবং কমর্ফামে ক্লিক করার পর একটি কোড আসবে আমি কোড বসিয়ে যখন কনফার্ম করবো তখন আপনাকে বলা হবে যে আপনার বিকাশের পিন দিন। পিন দিয়ে কনর্ফাম করে দিন।
বিঃদ্রঃ বিকাশের পিন দিলে আপনার কোন ক্ষতি হবে না কারণ এই যে পেইজটি আছে সেটি হচ্ছে বিকাশ পেমেন্ট এর একটি পেইজ।সম্পূর্ণ একটি বিকাশের এইটা কেউ তৈরি করতে পারবে না।ফিনিশিং সাইট পারবে না কারণ তারা একটি পেমেন্ট মেথড এর জন্য এই পেজটি তৈরি করেছে বিকাশ নিজেই। বিভিন্ন ওয়েবসাইটের জন্য।
Step 10. এখন আপনার সাথে সাথে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং আপনি এখন চলে যাবেন হোমপেইজে। হোমপেজে আসার পর আপনাকে একাউন্ট এ ক্লিক করলে এখানে মাই অর্ডার নামে একটি অপশন দেখায় সেখানে ক্লিক করার পরে অর্ডার পেইজে আপনি চলে যাবেন এবং আপনার যতগুলো অর্ডার আছে সব গুলো দেখতে পারবেন রিসেন্ট অর্ডারটি সবচেয়ে উপরে থাকবে।
উপরের লিখাটা না বুঝলে ভিডিও টি দেখতে পারেন।
এখানে আপনার কোড টি রিডিম কিভাবে করবেন? তার জন্য পোষ্টের নিচে লিঙ্ক দেওয়া আছে এই লিংকে গিয়ে আপনি দেখতেপারেন কিভাবে গুগল গির্ফট কার্ড রিডিম করতে হয়।
#2 Website For Buy Google Gift Card
GameOnbd থেকে কিভাবে গিফট কার্ড কিনবেন সেটাই এখানে এখন দেখাবো তো প্রথমে তাদের হোমপেজে চলে যাবেন।
GameOnbd |
Step 1. হোমপেজে যাওয়ার পর আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন।
Steo 2. এই পেজে আপনাকে ইউজারনেম, ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার এ ক্লিক করুন।
Step 3. এবার রেজিস্টার করার পরে আপনার যে ইমেইল এড্রেসটি দিয়েছেন এই ইমেইল এড্রেসে একটি মেইল চলে যাবে এবং ইমেইলটি আপনি ওপেন করে ক্লিক টু ভেরিফাই ক্লিক করবেন এবং আপনার একাউন্টি ভেরিফাই হয়ে যাবে।
Step 4. এখন আপনি ওয়েব সাইটের হোম পেইজের বাম দিকে একটি বক্স দেখতে পাবেন ওই বক্সে ক্লিক করার পরে একটি ড্রপডাউন মেনু আসবে যত মেনু থেকে আপনি Store এ ক্লিক করবেন।
Step 5. Store ক্লিক করার পরে আপনাকে একটি পেজে নিয়ে যাবে এবং এই পেইজে শর্টিং এর জন্য বক্স দেখতে পাবেন এই সর্টিং এর বক্সে ক্লিক করে আপনি Sort by popular এ ক্লিক করবেন এখানে সর্বপ্রথম চলে আসবে গুগোল গিফট কার্ড।
Step 6. গুগোল গিফট কার্ড এ ক্লিক করে আপনি একটি পেজে নিয়ে যাবে। এই পেইজে আপনাকে দুটি অপশন দেখাবে একটু নিচে গেলে দুটি অপশন দেখাবে। একটি হলো রিজন এবং অন্যটি হলো অ্যামাউন্ট এখানে দুই ধরনের গিফট কার্ড পাবেন একটি হলো ইউএস আর আরেকটি হলো ইন্ডিয়ান রুপি। আপনি যখন Us Dollar Or Indian Rs এ Select করবেন তখন নিচে অ্যামাউন্ট Select করবেন। 10, 50,100,200,1000 এরকম একাউন্টের Rs and dollar আপনি কিনতে পারবেন। আপনি যত কিনবেন তত সিলেক্ট করার পরে Cart ক্লিক করবেন।
Step 7. Cart এ ক্লিক করার পরে আপনাকে একটা পেইজে নিয়ে যাবে এই পেজে আপনাকে দেখাবে যে কত টাকায় কত গিফট কার্ড বা কত ডলারের গিফট কার্ড কিনেছেন সেটি। তো একটু নিচে গেলে দেখতে পাবেন প্রস্টিটিউট চেক-আউট। এই অপশনে ক্লিক করবেন এখন আপনাকে যে পেইজে নিয়ে এসেছে সেই পেইজে আপনাকে আপনার সম্পূর্ণ ঠিকানা, নাম্বার, ইমেইল গেইম আইডি দিতে হবে। (এখানে আইডিতে কোন কিছু দিতে না চাইলে আপনি NA দিয়ে দিবেন) তারপর সবার নিচে tram and conditions এ টিক মার্ক দিয়ে অর্ডার এ ক্লিক করবেন।
Step 8. এর পরের পেজে আপনাকে পেমেন্ট অপশন এ নিয়ে যাবে যেকোনো একটি পেমেন্ট মেথড এ ক্লিক করে আপনার পেমেন্ট মেথড টি কমপ্লিট করবেন আপনার হোমপেজে চলে আসবেন
Step 9. এবং হোমপেজে মাই অর্ডার নামে একটি অপশন পাবেন এই অর্ডার অপশনে আপনার তিনটি পেয়ে যাবেন যখন দিয়ে দেবে মূলত এই সাইড একটু সময় নিয়ে পড়ে থাকে এক ঘন্টা পর্যন্ত বা 2 ঘন্টা time লাগতে পারে
Let's See Video Tutorial
এই দুটি ওয়েবসাইট থেকে গুগল গিফট কার্ড, এমাজন গির্ফট কার্ড, নেটফ্লিক্স, ইত্যাদি সাবক্রাইব করতে পারবেন। ভিবিন্ন সফটওয়্যার কিনতে পারবেন।
1 Comments
Thanks, it’s very helpful
ReplyDelete