Tricks Boss BD - Know Best knowledge from here: কবিতা
Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Wednesday, June 26, 2019

নিস্তব্ধ শহরেও খুজি তোমাকেই

11:30 0
নিস্তব্ধ শহরেও খুজি তোমাকেই
নিস্তব্ধ শহর✔️✔️

মাঝে মনে হয় সারা পৃথিবীটা মাথার উপর ভেঙ্গে পড়বে।
কিংবা ঈশান কোণ থেকে কালো মেঘ এসে সব কিছু উড়িয়ে নিয়ে যাবে।
তখন সব কিছু থমকে যায়।
সমুদ্রে যখন ঝড় ওঠে তখন সারা সমুদ্র পাড়ের মানুষ গুলো টের পায়।
কিংন্তু মন থারাপ হলে কেউ টের পায় না।

মাঝে মাঝে এমন ধরনের মন খারাপ হয়।
মনে হয় তখন পুরো পৃথিবীটা আমার বিপক্ষে।
মাঝে মাঝে ভুলে যাই মন খারাপে কারণ.

যখন কাঁচের জানাল গুলোর দিকে তাকিয়ে নিঃশব্দ  শহরের দিকে তাকালে মন টা খারাপ হয়ে যায়।
মনে মনে ভাবি "শহরটা কত কোলাহলময়, কিন্তু আমার কাছে কতটা নিঃশব্দ।
ভাল লাগে না সেই নিস্তব্ধতা।
দুটো জানালার মধ্যে ফাক করে দেই।
মাঝে মাঝে শিতল বাতাশ আসে।
মাঝে মাঝে বরফশীতল ঠান্ডা বাতাশ
সহ্য হয় না মাঝে মাঝে।
তখন আবার নিঃশব্দ হতে চাই।

Thursday, February 28, 2019

খুজে চলেছি তোমাকে

22:11 0
খুজে চলেছি তোমাকে

কবিতা

খুজে চলেছি তোমাকে

আমি অবিরাম খুজে চলেছি সেই স্বপ্ন
যাকে দেখেছিলাম কোনো এক বিকেলের মৃদৃ আলো তে.... 
অবিরাম খুজে চলেছি তাকে, 

নুনা জলে ভেসে যায় দুটি আখি
তবু ও থেমে নেই পথ চলা
আমি খুজে যাব
পেতে থাকে অবিরাম সারা বেলা....

আমি চলন্ত,  আমি ফিরে চলি বারেবার সেই পথে।
আমি খুজি তাকে.........
আজও স্তব্ধ পথের ধারে,  বসে থাকা সেই বুড়ো

হেটে চলা সেই পথিক কে ও পাই আমি হেটে চলার সময়........

আমি খুজে চলেছি তাকে
নিশ্চই পেয়ে যাব কোনো এক স্বপ্নে
আমি পাব তাকে অস্ত যাওয়া কোনো এক সূর্যের আলোতে
আমি খুজে পাব তাকে
যে আমাকে ভালবাসে
আমি পাব তাকে
যে কোনো এক সন্ধ্যায় আমার কথা ভাবতে বসে।

আমি চাই তাকে
আমি চাই তাকে আমার সবটুকুতে
আমি চাই তাকে যে আমায় ভালবাসে
আমি চাই তাকে যে আমায় পুরোটা বুঝে

আমি খুজে চলেছি তাকে
আমি যাকে পেতে চাই
আমি যাকে অনুভব করি প্রতি মূহুর্তে....