Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

গোপনে ভিডিও ধারণ করুন মোবাইল লক থাকা অবস্থায় Hidden Video Recorder App

গোপন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং!!!

কোনো একটি বিশেষ কাজে মোবাইলের ক্যামেরার জুড়ি নেই। 
মোবাইল কে আধুনিক অস্ত্র বলা দোষের কিছু নয়
তবে টিকটাক মত ব্যবহার করতে হবে। এবং ব্যবহার জানতে হবে। 

ধরুন, কোনো একটি কাজে মোবাইল দিয়ে ভিডিও  রেকর্ডিং করতে চান কিন্তু সরাসরি ভিডিও করতে পারবেন না
আবার 
এমন কোনো ঘটনার প্রতক্ষ্যদর্শী হলে কিন্তু ঘটনাটি গোপনে ভিডিও করা ছাড়া আর কোনো উপায় নেই ক্যামেরা বন্দি করার

এই অ্যাপ দিয়ে করতে পারবেন সেই কাজ গুলো
এই অ
প্রথমে Hidden Video Recoder  App টি ডাউনলোড করে নিন।
তার পর স্কিনসট গুলো ফলো করেন
**এটি মেইন অ্যাপ (যেটি তে ক্লিক করলে রেকডিং অন হবে -অফ হবে)
***এগুলো হলো অ্যাপের সেটিংস অপশন।

এখান থেকে আপনি চাইলে সময় নিধারন( Recording Duration)  করতে পারবেন।
★ক্যামেরা সামনে টা ব্যবহার করবেন না পেছনের ক্যামেরা ব্যবহার করবেন তা টিক করে নিতে পারেন CAMERA TO USE অপশন থেকে।
***★ নোটিফিকেশন প্যানেল অফ করে রাখতে পারবেন।
আজ এ পযর্ন্ত ই।
ভাল থাকবেন
সুস্হ থাকবেন
ট্রিকসবসবিডির সাথেই থাকুনন
সাফটয়্যারটির প্রো ভার্সন ফ্রিতে নিতে আমাকে মেইল করুন

Post a Comment

0 Comments