Tricks Boss BD - Know Best knowledge from here: Song Lyrics
Showing posts with label Song Lyrics. Show all posts
Showing posts with label Song Lyrics. Show all posts

Monday, June 28, 2021

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু লিরিক্স ডাউনলোড

21:29 0
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু লিরিক্স ডাউনলোড

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু গানের লিরিক্স


কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি

কেমনে রাখিব তর মন

আমার আপন ঘরে বাধিরে বন্ধু ছেড়ে যাইবার যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি


পাড়া পরশি বাদী আমার,  বাদী কাল ননদি

ও ও ও পাড়া পরশি বাদী আমার,  বাদী কাল ননদি

মরন জালা সইতে নারি, দিবানিশি কাঁদিরে বন্ধু

ছেড়ে যাইবার যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি


কারে কি বলিব আমি, নিজে অপরাধী 

কারে কি বলিব আমি, নিজে অপরাধী

কেঁদে কেঁদে চখের জলে,  বাহায়িলাম নদি রে বন্ধু,

ছেড়ে যাইবার যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি


পাগল আব্দুল করিম বলে,  হলো একি ব্যিয়াধি

তুমি বিনে,  এ ভুবনে কে আছে ঐষধি রে বন্ধু 

ছেড়ে যাইবার যদি 

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি


Download This Song


কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি গানের লিরিক্স



তুমি ভেঙ্গে পড়ো না এই ভাবে কেউ থাকে না চিরদিন সাথে Song lyrics

11:14 0
তুমি ভেঙ্গে পড়ো না এই ভাবে কেউ থাকে না চিরদিন সাথে  Song lyrics

তুমি ভেঙ্গে পড়ো না এভাবে Song lyrics

যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে

আর ফুল গুলো শোভাস ছড়ায় রাতে

তোমার ঘরের পুতুল গুলো তখন 

চুপ অভিমানে ঘরে ফিরে যায়

ভাঙ্গা মনে তাই তো রাত আমায় বলে

তুমি ভেঙে পড়ো না এই ভাবে

কেউ থাকে না চিরদিন সাথে

যদি কাঁদে এভাবে, তার ঘুম ভেঙে যাবে

ভেঙ্গে পড়ো না এই রাতে


ও চাঁদ, বলো না সে লুকিয়ে আছে কোথায় 

সে কি খুব কাছের তারাটা তোমার

সে কি করেছে অভিমান আবার

হঠাৎ সে চলে গেছে শূন্যতায়

যেন এই ঘরে,

তাই তো রাত আমায় বলে 

তুমি ভেঙে পড়ো না এই ভাবে

কেউ থাকে না চিরদিন সাথে

যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙে যাবে

ভেঙে পড়ো না এই রাতে

তুমি ভেঙে পড়ো না এভাবে

কেউ থাকে না চিরদিন সাথে

যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে

ভেঙে পড়ো না এই রাতে



About
Artist: Pritom Hasan
Released: 2020

Thursday, February 28, 2019

Keno Barle Boyos Chutto Belar Song Lyrics কেন বাড়লে বয়স গানের লিরিখ

22:28 0
Keno Barle Boyos Chutto Belar Song Lyrics কেন বাড়লে বয়স গানের লিরিখ
song Lyrics Keno Barle Boyos
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়।
________
এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা
কত পুরোনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা।
কত এলোমেলো পথ হেটেছি দু'জন হাত ছিল না তো  হাতে, ছিল যে যার জিবনে দুটো মন, ছিল জড়াজড়ি এক সাথে।
কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব
তকে স্মৃতিতে স্মৃতিতে এখনও তো ভালবাসছি অসম্ভব।
,
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে দেড় হারনোর তালিকায়

আজ কে যে কোথায় আছি, কোনো খবর নেই তো কারো,
অথচ তর ঐ দুঃখ গুলোতে অংশ ছিল  আমারও।

এই চলতি জিবন, ঘটনা বহুল, দু এক ইঞ্চি ফাকে। তুই তো পাবি না আমায় আর আমিও খুজি না তকে।
কত সুখ পাওয়া হয়ে গেল।
 তকে ভুলে গেছি কত বার।
তবু শৈশব থেকে যেন তর গান ভেসে আসে বার বার।
আজ চলতে শিখে গেছি তকে নেই কোনো প্রয়োজন। তবু ভিষণও প্রয়োজনে তকেই খুজেছি আমার মন।
তুই হয়ত ভালই আছিস। আর আমিও মন্দ নেই।
তবু অসময়ে এসে স্মৃতি গুলো নাকি বুকেই কাটবেই।
তুই কত দূরে চলে গেলি,তকে হারিয়ে ফেলেছি আমি
তুই কত দূরে চলে গেলি,তকে হারিয়ে ফেলেছি আমি,
 এই দুঃখ টা হয়ে থাক
এই দুঃখটা বড় দামি।
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে দেড় হারনোর তালিকায়

সেই কোনো কথা নেই মুখে, সুধু চুপ চাপ বসে থাকা, ছিল যার যার ব্যাথা তার তার বুকে ছড়িয়ে ছিটিয়ে  রাখা।
আমি ভাবিনি এমন ভুলেও এমন দুজন দু দিকে যাবে
বুঝিনি আমার হৃদস্পন্দন আমার অচেনা হবে।

এই বিদগ্ধ পৃথীবিতে বড় শক্ত বাধন ছিল।
এই বিদগ্ধ পৃথীবিতে বড় শক্ত বাধন ছিল।
হল অহংকারের জয়।
সেই বন্ধন ছিড়ে গেল।
সেই অহংকারের খেলায় দুজনে জিতে গেছি এক সাথে,
  প্রতি ইটের জবাব পাথরে দিয়েছি বিজয়ের মালা হাতে
সেই বিজয় উল্লাস প্রতিধ্বনিত মূর্ত আর্তনাদে
আজ বুকের ভেতর নিষ্টুর একটা  শৈশব শুধু কাঁদে

আজ অ-বেলার অবসরে
কেন লাগছে ভিষণ একা
আজ অ-বেলার অবসরে
কেন লাগছে ভিষণ একা
কত হাজার বছর, তর হাত টাকে হয়নি তো ছুয়ে দেখা।
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে দেড় হারনোর তালিকায়

আমি কত কত বার আকি তর ছবি আমার কল্পনাতে
আজও জ্বলে যাই,  আজও পুড়ে যাই তর দু চোখের অবসাদে।
দেখ নীল নীল নেই আকাশের মত অনন্ত হাহাকার
আজ বুুকের ভেতর সব ভাঙ্গছে ভাঙ্গছে ভেঙ্গে সব চুরমার।
কোনো শত্রুরও যেন  প্রাণের বন্ধু  এমন দূরে না যায়
কোনো শত্রুরও যেন  প্রাণের বন্ধু  এমন দূরে না যায়
শোন বন্ধু কখনো কোনো বন্ধুকে বলনা যেন বিদায়
শোন বন্ধু কখনো কোনো বন্ধুকে বলনা যেন বিদায়

কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে দেড় হারনোর তালিকায়
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে দেড় হারনোর তালিকায়
by
Lutfur Rahman