song Lyrics Keno Barle Boyos
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়।
________
এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা
কত পুরোনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা।
কত এলোমেলো পথ হেটেছি দু'জন হাত ছিল না তো হাতে, ছিল যে যার জিবনে দুটো মন, ছিল জড়াজড়ি এক সাথে।
কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব
তকে স্মৃতিতে স্মৃতিতে এখনও তো ভালবাসছি অসম্ভব।
,
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে দেড় হারনোর তালিকায়
আজ কে যে কোথায় আছি, কোনো খবর নেই তো কারো,
অথচ তর ঐ দুঃখ গুলোতে অংশ ছিল আমারও।
এই চলতি জিবন, ঘটনা বহুল, দু এক ইঞ্চি ফাকে। তুই তো পাবি না আমায় আর আমিও খুজি না তকে।
কত সুখ পাওয়া হয়ে গেল।
তকে ভুলে গেছি কত বার।
তবু শৈশব থেকে যেন তর গান ভেসে আসে বার বার।
আজ চলতে শিখে গেছি তকে নেই কোনো প্রয়োজন। তবু ভিষণও প্রয়োজনে তকেই খুজেছি আমার মন।
তুই হয়ত ভালই আছিস। আর আমিও মন্দ নেই।
তবু অসময়ে এসে স্মৃতি গুলো নাকি বুকেই কাটবেই।
তুই কত দূরে চলে গেলি,তকে হারিয়ে ফেলেছি আমি
তুই কত দূরে চলে গেলি,তকে হারিয়ে ফেলেছি আমি,
এই দুঃখ টা হয়ে থাক
এই দুঃখটা বড় দামি।
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে দেড় হারনোর তালিকায়
সেই কোনো কথা নেই মুখে, সুধু চুপ চাপ বসে থাকা, ছিল যার যার ব্যাথা তার তার বুকে ছড়িয়ে ছিটিয়ে রাখা।
আমি ভাবিনি এমন ভুলেও এমন দুজন দু দিকে যাবে
বুঝিনি আমার হৃদস্পন্দন আমার অচেনা হবে।
এই বিদগ্ধ পৃথীবিতে বড় শক্ত বাধন ছিল।
এই বিদগ্ধ পৃথীবিতে বড় শক্ত বাধন ছিল।
হল অহংকারের জয়।
সেই বন্ধন ছিড়ে গেল।
সেই অহংকারের খেলায় দুজনে জিতে গেছি এক সাথে,
প্রতি ইটের জবাব পাথরে দিয়েছি বিজয়ের মালা হাতে
সেই বিজয় উল্লাস প্রতিধ্বনিত মূর্ত আর্তনাদে
আজ বুকের ভেতর নিষ্টুর একটা শৈশব শুধু কাঁদে
আজ অ-বেলার অবসরে
কেন লাগছে ভিষণ একা
আজ অ-বেলার অবসরে
কেন লাগছে ভিষণ একা
কত হাজার বছর, তর হাত টাকে হয়নি তো ছুয়ে দেখা।
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে দেড় হারনোর তালিকায়
আমি কত কত বার আকি তর ছবি আমার কল্পনাতে
আজও জ্বলে যাই, আজও পুড়ে যাই তর দু চোখের অবসাদে।
দেখ নীল নীল নেই আকাশের মত অনন্ত হাহাকার
আজ বুুকের ভেতর সব ভাঙ্গছে ভাঙ্গছে ভেঙ্গে সব চুরমার।
কোনো শত্রুরও যেন প্রাণের বন্ধু এমন দূরে না যায়
কোনো শত্রুরও যেন প্রাণের বন্ধু এমন দূরে না যায়
শোন বন্ধু কখনো কোনো বন্ধুকে বলনা যেন বিদায়
শোন বন্ধু কখনো কোনো বন্ধুকে বলনা যেন বিদায়
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে দেড় হারনোর তালিকায়
কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে দেড় হারনোর তালিকায়
by
Lutfur Rahman
Thursday, February 28, 2019
Keno Barle Boyos Chutto Belar Song Lyrics কেন বাড়লে বয়স গানের লিরিখ
Tags
# Song Lyrics

About Lutfur Rahman
alistarbot is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of alistarbot is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
Song Lyrics
Tags:
Song Lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment