কেন পিরিতি বাড়াইলারে বন্ধু লিরিক্স ডাউনলোড - Tricks Boss BD - Know Best knowledge from here

Monday, June 28, 2021

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু লিরিক্স ডাউনলোড

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু গানের লিরিক্স


কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি

কেমনে রাখিব তর মন

আমার আপন ঘরে বাধিরে বন্ধু ছেড়ে যাইবার যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি


পাড়া পরশি বাদী আমার,  বাদী কাল ননদি

ও ও ও পাড়া পরশি বাদী আমার,  বাদী কাল ননদি

মরন জালা সইতে নারি, দিবানিশি কাঁদিরে বন্ধু

ছেড়ে যাইবার যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি


কারে কি বলিব আমি, নিজে অপরাধী 

কারে কি বলিব আমি, নিজে অপরাধী

কেঁদে কেঁদে চখের জলে,  বাহায়িলাম নদি রে বন্ধু,

ছেড়ে যাইবার যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি


পাগল আব্দুল করিম বলে,  হলো একি ব্যিয়াধি

তুমি বিনে,  এ ভুবনে কে আছে ঐষধি রে বন্ধু 

ছেড়ে যাইবার যদি 

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি


Download This Song


কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি গানের লিরিক্স



No comments:

Post a Comment