নিস্তব্ধ শহর✔️✔️
মাঝে মনে হয় সারা পৃথিবীটা মাথার উপর ভেঙ্গে পড়বে।
কিংবা ঈশান কোণ থেকে কালো মেঘ এসে সব কিছু উড়িয়ে নিয়ে যাবে।
তখন সব কিছু থমকে যায়।
সমুদ্রে যখন ঝড় ওঠে তখন সারা সমুদ্র পাড়ের মানুষ গুলো টের পায়।
কিংন্তু মন থারাপ হলে কেউ টের পায় না।
মাঝে মাঝে এমন ধরনের মন খারাপ হয়।
মনে হয় তখন পুরো পৃথিবীটা আমার বিপক্ষে।
মাঝে মাঝে ভুলে যাই মন খারাপে কারণ.
যখন কাঁচের জানাল গুলোর দিকে তাকিয়ে নিঃশব্দ শহরের দিকে তাকালে মন টা খারাপ হয়ে যায়।
মনে মনে ভাবি "শহরটা কত কোলাহলময়, কিন্তু আমার কাছে কতটা নিঃশব্দ।
ভাল লাগে না সেই নিস্তব্ধতা।
দুটো জানালার মধ্যে ফাক করে দেই।
মাঝে মাঝে শিতল বাতাশ আসে।
মাঝে মাঝে বরফশীতল ঠান্ডা বাতাশ
সহ্য হয় না মাঝে মাঝে।
তখন আবার নিঃশব্দ হতে চাই।
মাঝে মনে হয় সারা পৃথিবীটা মাথার উপর ভেঙ্গে পড়বে।
কিংবা ঈশান কোণ থেকে কালো মেঘ এসে সব কিছু উড়িয়ে নিয়ে যাবে।
তখন সব কিছু থমকে যায়।
সমুদ্রে যখন ঝড় ওঠে তখন সারা সমুদ্র পাড়ের মানুষ গুলো টের পায়।
কিংন্তু মন থারাপ হলে কেউ টের পায় না।
মাঝে মাঝে এমন ধরনের মন খারাপ হয়।
মনে হয় তখন পুরো পৃথিবীটা আমার বিপক্ষে।
মাঝে মাঝে ভুলে যাই মন খারাপে কারণ.
যখন কাঁচের জানাল গুলোর দিকে তাকিয়ে নিঃশব্দ শহরের দিকে তাকালে মন টা খারাপ হয়ে যায়।
মনে মনে ভাবি "শহরটা কত কোলাহলময়, কিন্তু আমার কাছে কতটা নিঃশব্দ।
ভাল লাগে না সেই নিস্তব্ধতা।
দুটো জানালার মধ্যে ফাক করে দেই।
মাঝে মাঝে শিতল বাতাশ আসে।
মাঝে মাঝে বরফশীতল ঠান্ডা বাতাশ
সহ্য হয় না মাঝে মাঝে।
তখন আবার নিঃশব্দ হতে চাই।
0 Comments