সুখময় পরিবার গড়তে হলে নিচের জিনিস গুলো মেনে চলুন।
১. কারো সাথে দেখা করতে গেলে দীর্ঘ সময় বসে বসে গল্প গুজব করবে না এতে সে বিরক্তি বোধ করে বা তার কাজের ক্ষতি হয়।
২.প্রত্যেক বস্তু রাখার স্হান নির্ধারন করে নিবে। যেন ঘরের সকলেই কাজের সময় এখানে সেখানে তালাশ করতে না হয়। আবার কাজ সে প্রত্যেকেই যেন পুনরায় ঐ স্হানেই রাখে। এমনি ভাবে তোমার নিজের আসবাব পত্র রাখার জন্য নির্দিষ্ট স্হান টিক করে নিবে। যেন কাজের সময় সবকিছু হাতের কাছে পাও। তালাশ করতে হয় না।
৩.রাতে দরজা বন্ধ করার আগে ভাল করে দেখে নাও। বিড়াল কুকুর যেন ঘরে প্রবেশ করে লুকিয়ে না থাকে। তাহলে বাতের বেলায় জিনিস পত্র নষ্ট করার আশংকা আছে। আর কিছু না হোক এগুলোে খস খস আওয়াজে ঘুমের ক্ষতি হবে।
কুকুর থাকলে পরে জান মালের ক্ষতি হতে পারে।
৪. মাঝে মাঝে রেখে দেওয়া কাপড় চোপড় বই পুস্তক রৌদ্রে শুকাতে দাও
৫.ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখ
৬.যদি সুস্বাস্থ্যের অধিকারী হতে চাও হাত পা গুটিয়ে রেখ না। বরং নিজ হাতে নিজের কাজ করো। শরীর ভাল থাকবে শরীর ভাল থাকলে মন ভাল থাকে।
৭. চৌকি, পিড়ি প্লেট, বাটি, পাথর, সিল ইত্যাদি চলাফেরার রাস্তায় ফেল রেখ না। অনেক সময় দেখা যায়। রাতের অন্ধকারে কেউ বেপরোয়া ভাবে হাটতে গিয়ে হোটচ খেয়ে পড়ে। এভাবে মারাত্মক ভাবে আঘাত পাবার আশংকা থাকে
৮.কেউ কথা বললে তার কথার সাথে হ্যাঁ না জবাব দিবে। যেন সে নিশ্চিত হয় যে তার কথা শুনছেন। এমন যেন না হয় যে, তুমি শুনছ অথচ সে মনে করবে তুমি শুনছ না।
এটা কে বলে "ইন্সটেন্ট রেসপন্স " কথা বলার সময় বক্তার দৃষ্টি, এবং তার তাকানো ও হ্যা না বলা দিয়ে বলা যায় সে কতটা মনোযোগী
৯.বাচ্চাদের ব্যাপারে সাবধান হবে। তাদের কে পেছন থেকে তাগা করবে না এতে করে সামনের দিকে তারা হোচট খেয়ে পড়ার সম্ভাবনা থাকে।
১০.কারো বাড়ীতে বেড়াতে গেলে তার কাছে কোনো কিছু চাওয়া থেকে বিরত থাকবে। কারণ হয়ত সে সময় সে দিতে নাও পারে (তার সামর্থ থাকলেও) । এতে করে সে লজ্জিত হবে।
১১.মানুষের সামনে বসে থুথু, নাক জাড়া, কাশি ফেলা, এসব করবে না। কারণ এতে তোমার নোংরামি প্রকাশ পাবে এবং মানুষ খারাপ পাবে।
১২.খাওয়ার সময় এমন কিছুর নাম নিবে না যাতে করে খাওয়া অবস্থায় ব্যাক্তির খেতে ঘৃণ্যা আসে কিংবা সে খাওয়া থেকে বিরত থাকে।
১৩.অসুস্থ ব্যাক্তির সম্পর্কে এমন কিছু বলবে না যাতে করে সে এবং তার পরিবারের মানুষ কষ্ট পায়। যাতে করে তাদের ভেতরে নৈরাশ্য সৃষ্টি হয়। বরং তাদের আশ্বস্ত করার চেষ্টা করবে।
যেমন-- এটা তেমন কিছু নয়। ইনসাআল্লাহ দ্রুত সুস্হ হয়ে উটবে
১৪.যদি কারো বিষয়ে গোপন কথা বল। এবং ঐ সময় ঐ ব্যাক্তি উপস্তিত থাকে তবে তার দিকে ইশারা করবে না। এতে করে সংন্দেহের সৃষ্টি হবে।
১৫.কথা বলার সময় হাত নাড়াচাড়া করবে না।
১৬.পরিধানর কাপড় দিয়ে নাক ঝাড়বে না।
১৭.জুতা পরার সময় পরিষ্কার করে নাও। কথায় আছে "জুতায় মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে"
তেমনি ভাবে যে কোনো কিছু পরা কিংবা ব্যবহারের আগে ঝেড়ে নিবে।
১৮.মানুষের চলাফেরার রাস্তায় বসবে না। এতে মানুষের চলাফেরা করতে কষ্ট হবে।
১৯.ছুরি, চাকু, ধারালো ব্লেট, সুই, ইত্যাদি ধারালো জিনিস নিয়ে খেলা করবে না
২০.দূরদূরান্ত থেকে মেহমান আসলে তাকে পানি খেতে দিবে। ভাল মন্দ খবর নাও। তার প্রসাবের কিংবা পায়খানার দরকার আছে কিনা তা জিজ্ঞাস করো। খাবান দাবারের বিষয়ে অনাড়ম্বর করব না, তাড়াতাড়ি খেতে দেবে।,
২১.শরীরে ব্যবহার করা কাপড় দ্রুত ধুয়ে পরিষ্কার করে নেবে। এতে করে শরীর মন যেমন সুস্হ থাকে। রোগ জিবানু ছড়ায় না। দূর্ঘন্ধ সৃষ্টি হয় না।
২২.টয়লেট বা পায়খনা থেকে পেন্টের চেইন/পায়জামার ফিতা বাধতে বাধতে বের হবে না।
২৩.কাউকে কিছু দিতে হলে দূর থেক নিক্ষেপ করবে না। বরং তার হাতে দিবে।
২৪.কোন কথা বললে বা কারো কথা উত্তর দিতে স্পষ্ট করে কথা বল কিংবা তার কথার উত্তর দিবে স্পষ্ট করে।
২৫.কেউ কোন কথা বললে তার কথার উত্তর দিয়ে অন্য কাজ করবে।
২৬. ছোট মেয়ে /ছোট ছেলের সামনে নির্লজ্জ কথা বলবে। এতে তারা নির্লজ্জ হয়ে যাবে।
২৭.যার তার কাছে ঘর/টাকা/দরকারি কাগজ/মেয়ে / দোকান/ চাবি/ ইত্যাদি দিয়ে যাবেন না।
অপরিচিত পুরুষ কে ঘরে ডুকতে দিবেন না। সব দিক থেকে যাচাই বাচাই করে ঘরে ডুকতে দিবেন। বিষেশ করে ঐ সব মানুষদের ঘরে ডুকতে দেবেন না যারা ঝাড়ফুক করে। ভেলকি তামাশা দেখিয়ে বেড়ায়। এ ধরনের প্রতারকদের কাছ থেকে মেয়েদের দূরে রাখবেন। এবং কিছু বেদে মেঢে আসে ঝাড়ফুক করতে এদের পশ্রয় দিবেন না।
২৮.কোনো দোকান থেকে বাকি জিনিস পত্র আনলে তার হিসাব লিখে রাখা ভাল। কারণ কোনো সময় দোকানদার বেশি চাইতে পারে কিংবা কম দিতে পারেন।
২৯.আলমারি, সিন্দুক, টাকা-পয়সা, গয়না পত্র, রাখা থাকে এমন জিনিস খোলা রে্রকে কোথাও চলে যেও না বরং সব সময় তালা দিয়ে রাখ।
৩০.যতটুকু সম্ভব সংসারের খরচপাতি সীমিত রাখবে এতে করে বেহিসাবি হবে না এবং সংযমী হতে পারবে।
৩১.বাহির থেকে আগত মহিলা/পুরুষ দের ঘরের কথা বলবে না। এতে করে ঘরের কথা বাহিরা প্রচার হয় এবং নানান জন নানান কথা বলে।
৩২.বাহিরে আসা যাওয়া করে এমন ছোট ছেলে মেয়েদের কে দামি জিনিস (যেমন- স্বর্ণ, রোপা) পরাবে না। এতে করে তাদের কে চুর কিংবা ডাকাত আক্রমন করতে পারে। নানান সমস্যা হতে পারে।
৩৩.বাহির থেকে আগত ছেলে/মেয়ে যদি বাসার কোনো ব্যাক্তির খোজে আসে তাহলে পরিবারের যাকে খুজতে আসছে তাকে জিজ্ঞাস করবে। যদি না চেনে তবে বড় কাউকে বিষয় টা জানাবে। তার দেওয়া কোনো জিনিস নেবে না।
৩৪.কোনো ব্যাক্তি যদি গাড়ি সহ এসে বলে " আপনাকে অমুক জায়গায় য়েতে হবে আপনার পরিচিত অমুক আছেন, তবে তার সাথে যাবে না। তোমার পরিচিত ব্যক্তির সেখানে থাকা নিশ্চিত করার পর যাবে।
৩৫.ছোট বাচ্চা কে বাবা-মা দাদা-দাদি চাচা-মামার নাম টিকানা শেখাবে। কারণ হঠাৎ হারিয়ে গেলে যদি নাম ঠিকানা না বলতে পারে তাহলে খুজে পেতে কষ্ট হবে।
৩৬.কুকুর, বিড়াল এসব থেকে ছোট বাচ্চা দের দূরে রাখবে। নির্বোধ ছোট্ট বাচ্চা নাবুঝে এগুলো কে ধরতে চেষ্টা করবে এতে করে কুকুর বা বিড়াল খামচি/কামড় দিতে পারে।
৩৭.বেশি ঘনিষ্ঠদের টাকা ধার দিও না। যা দিবে তা যেন তার দেওয়ার যথেষ্ট সামর্থ্য থাকে।
৩৮.কোনো ভাল ডাক্তারের পরামর্শ ছাড়া নিজের খেঢাল খুশি মতো ঔষধ খাবে না। এতে অনেক সময় বিপরীত কাজ হতে পারে।
ঔষধ কিনার সময় ভাল ভাবে দেখে শুনে ঔষধ নিবে।
৩৯.গাড়ি/ট্রেন দূরে কোথাও যাবার সময় টিকেট ভাল ভাবে আছে কিনা দেখে নেবে।
৪০.কোথাও যাবার আগে টাকা পয়সা টিক টাক আছে কিনা দেখে নেবে।
৪১.যান বাহনে ঘুমাতে চেষ্টা করবেনা। দূর্ঘটনা বলে কয়ে আসে না। ঘুমে থাকলে কি হবে আল্লাহ ভাল যানেন।
৪২.গাড়িতে কেউ কিছু দিবে তা পরিহার করবে। ব্যাক্তি গত কিছু শেয়ার করা থরকে বিরত থাকবে।
গাড়িতে পরিচিত হওয়া ব্যাক্তির সাথে সরাসরি তার বাড়িতে যাবে না। তার সম্পর্কে ভাল ভাবে জেনে তার পর একদিন যেতে পার।।
৪৩.পাগল কে কখনো উত্যক্ত করবেনা।
তার সাথে কথা বলবে না। কেন না সে কখন কি করে বসে তার টিক নেই। পরে তোমাকে লজ্জিত হতে হবে।
৪৪.অন্ধকারে কোথাও খালি পায়ে হাটবে না। প্রথমে বাতি জ্বালাবে তার পর হাটাহাটি করবে।
৪৫.নিজের গোপন কিছু কাওকে বলবে না। অনেকে নিজের গোপন প্রকাশ করে তার পর তার কথা সবার কাছে প্রকাশ হয়ে যায়।
৪৪.নিজের গোপন জিনিস গোপনে রাখবে। কেউ কেউ নিজের ফেইছবুক কিংবা গুগল একাউন্টের পাসওর্যাড পযর্ন্ত অন্যকে বলে দেয়। এসব থেকে বিরত থাকবে।
৪৫.ব্যাংকের কাগজ/বাড়ির দলিল গোপন জায়গায় /তালা দিঢে রাখবে। পরিবারবর্গ ছাড়া যেন কেউ না দেখে।
৪৬.কোনো মহিলার কাছে নিজের মনের গোপন কথা বলবে এতে করে গোপন কথা ফাস হতে পারে। মহিলারা পেটে কিছু রাখতে পারেনা
৪৬.যে কাজের নিশ্চয়তা নেই এমন ব্যাপারে অন্যকে নিশ্চয়তা দিবে না।
৪৭.আগে বেড়ে কোথাও শলাপরামর্শ দিতে যেও না।
৪৮. কোনো ভারি জিনিস কোরো মাথার উপরে দিঢে নিও না এতে পড়ে গেলে ঐ ব্যাক্তির মাথায় আগাত পাবে।
৪৯.নিজের ছেলে/মেয়েদের কিল, ঘুশি বা মোটা লাটি দিয়ে পিটাবে না। কোনো নাজুক জায়গায় আগাত পেলে বিপদ হতে পারে, অগ্যতা মারা যেতে পারে।
৫০.লেখা পড়ায় থাকা বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করবে। যেন মস্তিষ্ক সতেজ থাকে।
ধন্যবাদ।
ভাল থাকুক আপনার প্রিয়জন
ভাল থাকুন আপনি
0 Comments