Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

জিবনের চলার পথে মেনে চলুন উপদেশ গুলো advice for life

সুখময় পরিবার গড়তে হলে নিচের জিনিস গুলো মেনে চলুন।







৫১.বেশি কথা বলা অযথা বক বক করার অভ্যাস ভাল নয়। বেশি কথা বলা লোক গুলো কে কেউ পছন্দ করে না। বেশি কথা বললে মাঝে মধ্যে অসংগত কথা বার্তা মুখ দিয়ে চলে আসে। এতে দুনিয়া ও আখিরাতের জন্য খারাপ।

৫২.নিজের কাজ নিজে করবে। নিজের কাজ নিজে করলে কাজ ভাল ভাবে করা যায়। অন্য কাউকে দ্বারা কাজ করালে সে তার মত কাজ করবে। এতে করে কাজটি সঠিক নাও হতে পারে। নিজের খেয়াল খুশি মত নাও হতে পারে।

৫৩.নিজের মূল্যবান সময় অযথা অকারণে ব্যয় না করে বরং পরিবারের মানুষ তথা সন্তানদের সময় দিন। এতে করে বাবা/মায়ের প্রতি সন্তানের মায়া /ভালবাসা বাড়বে। 

৫৪.মেয়েরা শ্বশুর বাড়ির গিবত গায় বাপের বাড়ি গিয়ে।  এটা জগণ্য একটি কাজ। অপর দিকে কেউ স্বামীর বাড়ির  সুনাম গায় বাপের বাড়ি গিয়ে  
এতে করে দুই বাড়ির মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। 
এর মূলেই একজন মহিলা।

৫৫.শুধু নাম যশ/খ্যাতির কামানোর জন্য কোনো কাজের ভার কাদে নিবে না।

৫৬.অনুমতি ব্যতিরেক কারো জিনিস ব্যবহার করবেনা।

৫৭.চিৎকার কর কথা বলবে না। এতে করে মানুষ খারাপ ভাববে। গোপন কথা হলে আস্তে কিংবা যে জায়গায় মানুষ কম সেখানে গিয়ে বলবে।

৫৮.বড়দের সাথে হাসি তামাশা করবে না।আর বেশি অবুঝদের সাথে হাসি তামাশা করবে না।

৫৯.নিজ পরিবারের কিংবা সন্তানদের প্রশংসা করে বেড়াবে না।

৬০.কাউ কে কোনো কথা বললে তার বংশ এবং মৃত ব্যাক্তি তুলে কথা বলবে না। এতে বড় ধরনের গোনাহ হবে এবং এতে বড় সমস্যা সৃষ্টি হবে।

৬১.সুধু মাত্র ভাল খাওয়া বা ভাল কাপড় চোপড় পড়ার অভ্যাশ কখনোই করোনা। এতে করে জিবনে বড় ধরনের সমস্যায় পড়তে হবে। 
আল্লাহ না করোক কোনো সময় যদি অর্থনৈতিক অবস্থা খারাপ হয় তখন কি করবে?

৬২.মেয়ে হলে তাকে ছোট বেলা থেকে আদাব কয়দা ভাল ভাবে শিক্ষা  দাও। একটি ভাল মেয়েই পারে একটা পরিবারের মুখ উজ্জল করতে। 
ছেলে গুলোকে উত্ত্ম চরিত্রের শিক্ষা দাও। 
মাঝে মধ্য বাজারে নিয়ে গিয়ে বাজার শিখাও। 

৬৩.মেহমানের সামনে কারো সাথে রাগ করবে না। 

৬৪.মেহমানের সামনে পারিবারিক কোনো সমস্যা নিয়ে কথা বলনা।  এতে করে মেহমানও লজ্জা পাবে। তুমি তো লজ্জা পাবেই।

৬৫.কোনো মজলিসে অনেক জন একসাথে জমা হলে সেখানে সবাই দাড়িয়ে গেলে তুমিও দাড়িয়ে যায়। সবার ছোট হলে তাদের সামনে বসা টা বেয়াদবি। দাড়িয়ে থাকা তোমার জন্যই ভাল।

৬৬.খানা খেয়ে কাউ কে না বলে টেবিলে খাবার রেখে যাবে না। এতে করে কুকুর/বিড়াল খাবার নষ্ট করতে পারে। 

৬৭.যখন বাইরের কোনো ছেলে বাড়িতে কোনো কাজে আসে তখন মেয়েরা সেখানে যাবে না। 
কেউ আসলে যদি সামনাসামনি পড়ে তবে ওড়না দিয়ে মুখ ডেকে চলে আসবে।

৬৮.শত্রুর সাথে ভাল ব্যবহার করো। এতে দুশমনি বৃদ্ধি পাবে না। যদি তাকে সহ্য না হয় তবে এড়িয়ে চলো। 

৬৯.যখন অবশর সময় পাও তখন গান/গল্প/মুভি দেখে সময় পার না করে ধর্মীয় বই/ডকুমেন্টারি বই ইত্যাদি পড়তে পার।

৭০.দু জন জগড়া লাগলে তুমি এমন কথা কাউ কে বলবে না যে, তারা দুজন মিলে গেলে তোমাকে লজ্জিত হতে হয়।


৭১.যার তার ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করবে না।

৭৩. যাকে চেন না। তার সামনে কোনো এলাকা/বংশের বদনাম করো না।

৭৪.বড়দের সামনে বসবে না। তাদের মাথার কাছেও না। যদি কেউ বলে তবেই বসবে।

৭৫.পরের কোনো জিনিস আনলে সেটা দ্বারা খুব সাবধানে কাজ করো।

Post a Comment

1 Comments

  1. আপনার পোস্টটা শেয়ার করলাম

    ReplyDelete