ফোনের IMEI নাম্বার দ্বারা দেখুন মোবাইল অরিজিনাল না ফেইক
যদি যানতে চান আপনার হাতের মোবাইল অরিজিনাল না ফেইক তো এই পোষ্ট ফলো করেন
প্রথমে আপনার মোবাইল থেকে *#06* চাপুন।
এবার আপনি ১৫ ডিজিটের কোড পাবেন।
কোড টা এমন হতে পারে IMEI : 5845390562857284
★যদি কোডের সাত অথবা আট নম্বর ডিজিট টি 02 অথবা 20 হয় তাহলে এটা তৈরী Assembly on Emirates এবং এটি খুবই বাজে সেট/মোবাইল
★যদি কোডের সাত অথবা আট নম্বর ডিজিট টি 03/30 অথবা 04/40 হয় তাহলে এটি চায়নার তৈরী ফোন। ফোনের কোয়ালিটি ভাল তবে ০১/১০ অথবা ০০ থেকে ভাল নয়।
★যদি কোডের সাত অথবা আট নম্বর ডিজিট টি 05 অথবা 50 হয় তবে এটি হয়ত ব্রাজিল, ইউএস অথবা ফিনল্যান্ড
★যদি কোডের সাত অথবা আট নম্বর ডিজিট টি 06 অথবা 60 হয় তবে এটি তৈরী হয়েছে হংকং, চায়না অথবা মেক্সিকো এবং এটির গুণগত মান ভাল
★যদি কোডের সাত অথবা আট নম্বর ডিজিট টি 08 অথবা 80 হয় তবে এটা জার্মানি তে তৈরী হয়েছে এবং এটি ভাল মানের ফোন।
★যদি কোডের সাত অথবা আট নম্বর ডিজিট টি 01 অথবা 10 হয় তবে এটি তৈরী হয়েছে ফিনল্যান্ডে
★যদি কোডের সাত অথবা আট নম্বর ডিজিট টি 00 হয় তবে এটি তৈরী হয়েছে ফ্রান্সে
এবং এটিই সবচেয়ে ভাল ফোন।
0 Comments