অ্যাপ্লিকেশন ছাড়াই কম্পিউটার থেকে ফোল্ডার কীভাবে হাইড করব how to hide folder from computer without app
প্রথমে যে ফোল্ডার হাইড করবেন সেই ফোল্ডারের ভিতরে প্রবেশ করে Path/এড্রেসবারে ক্লিক করে cmd লিখে Enter চাপবেন।
তারপর কমান্ড বক্স আসবে। সেখানে লিখবেন attrib<স্পেস>+h<স্পেস>+s<স্পেস>+r<স্পেস>folder name
তারপর কমান্ড বক্স আসবে। সেখানে লিখবেন attrib<স্পেস>+h<স্পেস>+s<স্পেস>+r<স্পেস>folder name
উপরের স্কিনসটে দেখুন ফোল্ডার নেই।
এখন আবার আগের মত এড্রেস বারে cmd লিখবেন।
কমান্ড বক্স আসলে সেখানে লিখবেন
attrib<স্পেস>-h<স্পেস>-s<স্পেস>-r<স্পেস>folder name
ব্যাস, এবার দেখুন ফোল্ডার টি চলে এসেছে।
বিঃদ্রঃ ফোল্ডারের নামটি মনে রাখবেন। নয়তো ভুলে গেলে ফিরে আসবে না।
0 Comments