কিবোর্ড ছাড়াই যে কোন ফাইল সিলেক্ট করুন টিক চিন্হ দিয়ে How to mark file without keyboard - Tricks Boss BD - Know Best knowledge from here

Thursday, October 10, 2019

কিবোর্ড ছাড়াই যে কোন ফাইল সিলেক্ট করুন টিক চিন্হ দিয়ে How to mark file without keyboard


কিবোর্ড ছাড়াই যে কোন ফাইল সিলেক্ট করুন টিক চিন্হ দিয়ে

আপনার হাতের কাছে হয়তো কির্বোডনেইকিন্তএকটিএকটিমার্ককরেফাইলসিলেক্টকরবেন বেকাদায় পড়ে গেলন তাইতো?কিন্তু এখন থেকে কিবোর্ড ছাড়াই যে কোন ফাইল সিলেক্ট করতে পারবেন টিক চিন্হ দিয়ে। 

 আগেই বলে নেই। 
আপনাকে অবশ্যই Windows 10 ইউজার হতে হবে। 
তো প্রথমে আপনাকে Windows file explore টি Open করুন।
এবার Organize এ ক্লিক করুন।
এবং এখান থেকে Folder and Scerch Option এ ক্লিক করুন
এবার আপনাকে এখান থেকে viwer অপশনে ক্লিক করুন
তো,  এখন নিচের দিকে স্কল করলে দেখতে পারবেন।
Use Check Boxes to select items এখানে টিক (মার্ক) করে দিন।
ব্যাস দেখুন এখন মার্ক করে যে কোন কিছু সিলেক্ট করতে পারবেন।
কির্বোডের কোনো দরকার পড়বেনা। কোনো কিছু সিলেক্ট করতে।


ধন্যবাদ।
সবাই ভাল থাকবেন।

নীতিবাক্য : বাস্তবতা নিছক একটি বিভ্রম, যদিও এটি খুব স্হায়ী

3 comments: