Ticker

    Loading......

Header Ads Widget

আজ তুমি ভয় কে জয় করতে সিখে গেছ

আজ তুমি ভয় কে জয় করতে সিখে গেছ.......


পিছ ঢালা পথে যখন খুব পিচ্ছিল শেওলা জমা হয় তখন পথটা কতটা ভয়ানক হয় তা দেখেছ নিশ্চই?
আচ্ছা?  কখনো পুকুর ঘাটে শেওলায় পা পিছলে কখনো পড়ে গিয়েছিলে?

কোনো একদিন স্কুল থেকে কিংবা কলেজ থেকে ফিরছিলে।  প্রচন্ড বৃষ্টি হচ্ছে সে দিন।
বৃষ্টির সাথে সাথে প্রচন্ড রকমের বাতাস বইছিল।
তুমি কোনো মতে বই গুলো বাচিয়ে মাথায় বৃষ্টি নিয়ে হয়ত চলে গিয়েছিলে বাসায়।
পথে যখন কাউ কে দেখেছিলে তখন হয় তো ভয় করছিল।
কিংবা সন্দেহ হচ্ছিল প্রচুর।

একদিন তুমি অনেক ছোট ছিলে।
তোমার মা তোমাকে একটি অপরিচিত জায়গায় নিয়ে গিয়েছিলেন।
তুমি সেখানে নিজেকে মানাতে পারছিলেনা।
তুমি কান্না করছিলে।  তোমার মা বুঝতেই পারেন নি তোমার যে সেখানে ভাল লাগছে না।

জিবনে প্রথম যে দিন তুমি জুতা পরতে শিখছিলে তখন তোমার বয়স হবে তিন-চার।
এর আগে পরলে হয়ত তোমার মনে নেই।
প্রথম যখন তোমার জন্য জুতা কেনা হয়েছিল তখন তুমি খুবই আনন্দিত।
তুমি জুতা জোড়া উল্টো পরতে।
হয়তো বড় বোন কিংবা ভাই অথবা বাবা কিংবা মা তোমার ভুল করে উল্টো জুতা পেরতে দেখে হেসে দিয়ে বলেছিলেন "ওরে বোকা জুতা পরতে হয় এভাবে""
তুমি দু এক বার ভুল করেছিলে।
তারপর আর হয় নি।
কারণ এর পর ভুল করলে তুমি জানতে যে তারা তোমায় "বোকা" ডাকতো।

কোনো এক গণিতের ক্লাসে তুমি অংক শিখে যাওনি।
তোমার ক্লাসের শিক্ষক ছিলেন কঠোর।
সে দিন তোমার প্রচন্ড ঘৃণা হয় নিজের প্রতি।
ইস্ যদি আমি ভাল ভাবে পড়তে পারতাম তবে আজ আর শিক্ষকের হাতে মার খেতে হত না।
তুমি পুরো ৬ টা ঘন্টা গুটিসুটি খেয়ে বসে থাকতে।
তোমার ভয় হয় যদি শিক্ষক কিছু বলে।

একদিন তোমার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে বের হলে।
সবাই যে যার মত চলে গেল।
তুমি সুধু একাই থাকলে।
তখন তোমার প্রচন্ড ভয় হতে লাগল।
তুমি বাসা পৌছবে কি ভাবে একা একা।
হয়তো কেউ একজন তোমাকে নিয়ে যেতে চাইছিল কিন্তু তুমি তা চাও নি।
তারপর অন্য কাউকে নিয়ে তুমি বাসায় গিয়েছিলে।
তবুও তোমার মনে ভয় কাজ করছিল।

একদিন তোমার ক্লাস ৯ টায় ছিল।
তুমি এমন সময় বের হলে সে সময় রাস্তায় কোনো গাড়ি ছিল না।
তুমি অবাক করার মত হাটা হেটেছিলে এবং তুমি ঘড়ি পযন্ত দেখলেনা
শেষমেষ তুমি সবার আগে পৌছেগেলে।
কারণ তুমি সব সময় সবার আগেই থাক
তুমি পিছনে পড়তে প্রচুর ভয় পাও।

একদিন তোমার জ্বর হয়।
ডাক্তারের কাছে তুমি যাওনি।
রাতে হঠাৎ অতিমাত্রায় জ্বর আসে গায়ে
তুমি শীতে জমে যাবার মত অবস্হা।
তখন শরীরে কোনো শক্তি নেই তোমার।
তুমি নিজের প্রতি কিছুটা বিরক্ত হলে।
কারণ তুমি আগেই ডাক্তারের কাছে গেলে তোমার আর ততটুকু কষ্ট হত না যত টুকু পেয়েছ।
তখন আর তোমার পরবর্তীতে  সে ভুল করনি।
কারণ এই ভয়ে যে,  তুমি কষ্ট পাবে।

একদিন তুমি একজন নতুন মানুষের সাথে পরিচিত হলে।
মানুষ টা খুব ভাল!  তুমি তাকে পছন্দও কর।
কিন্তু তুমি একদিন বুঝতে পারলে মানুষ টা কত্ত খারাপ।
সে দিন থেকে তুমি ভয় পাও নতুন মানুষের সাথে মিশতে।

সে দিন তুমি সিএনজি তে একা উটেছিলে।
সুধুমাত্র তুমি আর ড্রাইভার।
তুমি আচমকা ভয় পেতে লাগলে।
হঠাৎ-ই গাড়িটা থেমে গেল, তোমার কপালে বিন্দু বিন্দু ঘাম।
হাত পা কাঁপতে লাগল।
ভয়ে তুমি আল্লাহ্-খোদা ঢাকতে লাগলে।
টিক তখনই কোনো একটা মেয়ে তোমার পাশে উটে বসল।
সে দিন তুমি প্রথম বুঝেছিলে বিপদের সময়ে মানুষদের কত টা প্রয়োজন হোক সে কাছে কিংবা দূরের।

তুমি আজ ভয় কি জিনিস যান।
তুমি আজ ভয় কে জয় করতেও শিখে গেছ......
তুমি আর আগের সেই তুমি নও...
তুমি এক নতুন তুমি.........

Post a Comment

0 Comments