one love one kiss
Learn About What's Relationship in Wikipedia
মানুষ কত আজব প্রাণী। তার চেয়েও আজব তাদের কার্যকালাপ। কিছু জিনিস আমাদের চোখের সামনে ঘটে গেলেও আমরা গভির ভাবে ভাবি না।
বলা হয় পৃথীবির মানুষ ৭০০কোটি(বর্তমানে তা ৮০০ কোটি হয়তো পেরিয়ে গেছে)
সে অনুযায়ী যদি পৃথীবির অর্ধেক নারী থাকে তাহলে তাদের সংখ্যা দাড়ায় প্রায় ৪০০ কোটি(বা তার বেশি)।
আমাদের চারপাশে যা দেখি তার সহজ একটা হিসাব আমি করবার চেষ্টা করবো।
ধরা হলো, চারশো কোটি নারীর মধ্যে প্রতিদিন ১৩০ কোটি নারী কোনো না কোনো পুরুষের প্রেমে পড়ে।
এবং বাকি ২৫০ কোটির মধ্যে ১৩০ কোটি বর্তমানে রিলেশনশিপ জড়িত আছে।
এবং রইল ১০০ কোটি।
যারা প্রতিনিয়ত একাধিক রিলেশনে জড়িত।
আর বাকি রইল ৪০০ কোটি।
যারা সবে মাত্র প্রেম/ভালবাসায় আসক্ত হতে শুরু করেছে কিংবা এরা কারো প্রেমে হাবুডুবু খাচ্ছে(প্রেম করবে কি না এরা দুটানায়)
এবার একটু ব্রেকাপের হিসাব টা চুকিয়ে নেই।
ধরা হলো, বর্তমানে রিলেশনশিপ থাকা ১৫০ কোটি নারীর মধ্যে প্রতিদিন ব্রেকআপ হচ্ছে ৫০% এর মতো।
তাহলে তাদের সংখ্যা দাড়ায় ৭৫ কোটিতে।
এবং এদের প্রত্যেকেরই রিলেশন ছিল ১বছরেরও উপরে।
আবার, প্রতিদিন নতুন নতুন (একাধিক) রিলেশনে থাকা (১০০ কোটি) নারীদের মধ্যে বিক্ষিপ্তভাবে ৪০% এর মতো রিলেশন হারায়।
তাহলে তাদের সংখ্যা দাড়ায় ৪০ কোটি।
এই ৪০ কোটি নারী এক সময় আর কোনো রিলেশনে জড়ায় না।
আবার
যারা,নুতন প্রেমে পড়তে ব্যস্ত তাদের সংখ্যা নেহাত কম নয়।
প্রায় ৪০ কোটি।
One Love One Kiss
এবার হিসেবের পাল্লােটা একটু ভারি করার সময়।
ধরা হলো এই ৪০০ কোটি নারীর মধ্যে সব সময় রিলেশনে থাকে ৩০% অর্থাৎ এদের সংখ্যা হল ১২০ কোটি।
এবার হিসেব মতে,
Online Kiss
প্রতিদিন যদি একটি নারী একটি পুরুষ কে Kiss করে তাহলে তার সংখ্যা দাড়ায় ১২০ কোটি।
এই ১২০ কোটি শুধু মাত্র অনলাইনে।
তবে অনলাইনে কিস করা হয় গড়ে ২০ টি।
তাহলে ১২০*২০= ২৪০০ টি Kiss
Real Kiss
একটি রিলেশন যদি ১ বছর স্হায়ী হয় তাহলে গড়ে তারা ১২-১৫ বার ডেটে যায়।
কিংবা এলোমেলো ভাবে দেখা করা মিলিয়ে ১৫ টি দেখা হয় যেখানে Kiss বিনিময় হয়।
তো এই হিসেবে ১২০ কোটি কে যদি হিসেব করা হয় তাহলে মোট কিস দাড়ায়।
১২০*১৫= ১৮০০ কোটি Kiss
এতো গেল ১ বছর স্হায়ী রিলেশনের ক্ষেত্রে।
যারা প্রতি মাস অন্তর অন্তর রিলেশন পাল্টায় তাদের হিসেব টা আলাদা।
এদের সংখ্যা প্রায় ৪০ কোটি।
এদের মধ্যে বাস্তবে কিস দেওয়া নেওয়া হয় ৬০%।
কারণ এরা দ্রুত বর্ধনশীল বৃক্ষের মত।
সব কিছুতে আল্ট্রাফাস্ট।
এদের সংখ্যা ২৪ কোটি।
এদের কিস সংখ্যা ২৪*১=২৪ কোটি।
সব মিলিয়ে একটা হিসেব করে নেই।
পৃথীবিতে আছে ৪০০ কোটি নারী।
এরা গড় হিসেবে ৩-৪ টি রিলেশন করে।
প্রতিটি রিলেশনে ১৫ টি করে কিস।
তাহলে হিসাব করলে এভাবে হয়।
৪০০*৪=১৬০০ কোটি রিলেশন।
১৬০০*১৫=২৪০০০ কোটি Kiss
0 Comments